নজরদারি জোরদার করুন অ্যাপ খুলে প্রতারণা

 

সম্পাদকীয় সমাচার





আধুনিক বিশ্বের মতো বাংলাদেশেও ডিজিটাল প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। এই প্রযুক্তি সম্প্রসারণের কারণে মানুষের জীবনযাত্রায়ও যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। আর এই সুযোগে অনলাইনে প্রতারণার পরিমাণও বাড়ছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে।আধুনিক বিশ্বের মতো বাংলাদেশেও ডিজিটাল প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
এই প্রযুক্তি সম্প্রসারণের কারণে মানুষের জীবনযাত্রায়ও যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। আর এই সুযোগে অনলাইনে প্রতারণার পরিমাণও বাড়ছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে।এ ঘটনায় এক ভুক্তভোগী বাদী হয়ে চলতি বছর জানুয়ারিতে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করলে ওই মামলার তদন্তে নেমে সিআইডি এক চীনা নাগরিকসহ ১২ জনকে শনাক্ত করে। তাঁদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পালিয়ে যায় চক্রের মূল হোতা চীনা নাগরিক।

সিআইডি তদন্তের শুরুতে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের (এমএসএফ) মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্য পেয়ে ওই অ্যাকাউন্টের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে।দেখা গেছে, ১৪ দিনে ওই অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা লেনদেন হয়েছে। অস্বাভাবিক এই লেনদেনের কারণে সিআইডির কর্মকর্তারা তদন্ত করে জানতে পারেন, মুন্সীগঞ্জের এক মৃত ব্যক্তির নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলে ব্যবহার করছিলেন এক চীনা নাগরিক। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে নতুন নতুন অ্যাপ তৈরি করে ঋণ ও বিনিয়োগের ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। তাঁকে সহযোগিতা করতেন কয়েকজন বাংলাদেশি নাগরিক। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে টিএনএস ও বরগাটা নামের দুটি অ্যাপ বানিয়ে মোট ৯৯১ ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওই চীনা নাগরিক ও তাঁর সহযোগীরা।সিআইডি সূত্রের খবর, তিন বছর আগে বাংলাদেশে আসেন চীনা নাগরিক কেভিন চেন। তিনি পিসেস টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন অ্যাপ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

প্রতারণার নানা কৌশলে বিভ্রান্ত সাধারণ মানুষ। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর নানা পর্যায়ের নজরদারির কারণে এরই মধ্যে ছোট-বড় অনেক প্রতারককে আটক করা হয়েছে। তাদের প্রতারণার নানা কাহিনিও বেরিয়ে আসতে শুরু করেছে। কিন্তু তার পরও থেমে নেই প্রতারকচক্রের কারসাজি। মানুষকেও সচেতন হতে হবে। বড় লাভের টোপ দিলেই সেখানে বিনিয়োগ করা যাবে না। সরকারের নজরদারি ও নিয়ন্ত্রণ আরো বাড়াতে হবে।

No comments

Powered by Blogger.